Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি”

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ১৯৯৩ Time View
“আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি”
আবু তাহের, ক্রাইম রিপোর্টার, নীলফামারীঃ
নীলফামারীর ডিমলায় আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি । ঘটনাটি উপজেলার   ৮ নং ঝুনাগাছ চাপানী  ইউনিয়নের  পূর্ব ছাতুনামা গ্রামে । ঘটনার বিবরণে জানা যায় , ঐ এলাকার কুদ্দুস আলী এর ছেলে জামাল উদ্দিনের ক্রয়কৃত ৩ দাগে  ২ একর জমির উপড়ে বসতবাড়ি স্থাপন করে জীবন যাপন  করে  আসছে  । যার  জেএল নং- বি,এস-৫১ খতিয়ান নং এস,এ- ৮৩৫ বি,এস- ৩৯০ দাগ নং ২০৫৪,২০৫৬,২০৬২ বি,এস- ৪০৬১।
অপর দিকে পার্শ্ববর্তী  লালমনিরহাট জেলার  হাতীবান্দা উপজেলার  ধুবুনি গ্রাম এর মৃত্য ছতর উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৫৫) আয়নাল হক (৪৮) মোঃ মান্নান (৫২) এবং ছকিম উদ্দিন এর ছেলে শাহাদুল ইসলাম (৩০) মৃত্য সমশের আলী এর ছেলে মুন্নাত হোসেন (৬০) আয়নাল হোসেন এর ছেলে রিপন হোসেন (২০)ও স্বপন হোসেন তাদের  গ্রাম পূর্ব সিন্দুরনা,মৃত সমশের আলী বেল্লাল ওরফে গাঠু(৪০) এবং মোছাঃ করফুল বেগম(৬০) তারা জামাল উদ্দিনের ক্রয়কৃত জমি , জবর দখল,বাড়ী লুটতরাজ, প্রাণে মেরে ফেলা, নারী দিয়ে মামলা সাজানো সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে । এমতোবস্থায় জামাল উদ্দিন নিরুপায় হয়ে নীলফামারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। যার মামলা নং- ৬৮/২২ ।
এ মামলায় আসামী পক্ষ   আদালতে   একটি  মুসলেকা  দিয়ে ছাড় পায়  ।  পরবর্তীতে আদালতে থাকা মুসলেকা কে উপেক্ষা করে পূর্বের ন্যায়  সময়ে অসময়ে বিভিন্ন রকম  হুমকি অব্যহত রাখে তারা । ফলে  জামাল উদ্দিন ও তার   পরিবার  পড়েছে চরম বিপাকে ।
মোঃ আবু তাহের
নীলফামারী
০১৭১৭৬৭০৭১৫
তারিখঃ ২৪/১০/২২
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

“আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি”

Update Time : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
“আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি”
আবু তাহের, ক্রাইম রিপোর্টার, নীলফামারীঃ
নীলফামারীর ডিমলায় আদালতে মুসলেকা দিয়ে আসলেও থেমে নেই আসামী পক্ষের হুমকি । ঘটনাটি উপজেলার   ৮ নং ঝুনাগাছ চাপানী  ইউনিয়নের  পূর্ব ছাতুনামা গ্রামে । ঘটনার বিবরণে জানা যায় , ঐ এলাকার কুদ্দুস আলী এর ছেলে জামাল উদ্দিনের ক্রয়কৃত ৩ দাগে  ২ একর জমির উপড়ে বসতবাড়ি স্থাপন করে জীবন যাপন  করে  আসছে  । যার  জেএল নং- বি,এস-৫১ খতিয়ান নং এস,এ- ৮৩৫ বি,এস- ৩৯০ দাগ নং ২০৫৪,২০৫৬,২০৬২ বি,এস- ৪০৬১।
অপর দিকে পার্শ্ববর্তী  লালমনিরহাট জেলার  হাতীবান্দা উপজেলার  ধুবুনি গ্রাম এর মৃত্য ছতর উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৫৫) আয়নাল হক (৪৮) মোঃ মান্নান (৫২) এবং ছকিম উদ্দিন এর ছেলে শাহাদুল ইসলাম (৩০) মৃত্য সমশের আলী এর ছেলে মুন্নাত হোসেন (৬০) আয়নাল হোসেন এর ছেলে রিপন হোসেন (২০)ও স্বপন হোসেন তাদের  গ্রাম পূর্ব সিন্দুরনা,মৃত সমশের আলী বেল্লাল ওরফে গাঠু(৪০) এবং মোছাঃ করফুল বেগম(৬০) তারা জামাল উদ্দিনের ক্রয়কৃত জমি , জবর দখল,বাড়ী লুটতরাজ, প্রাণে মেরে ফেলা, নারী দিয়ে মামলা সাজানো সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে । এমতোবস্থায় জামাল উদ্দিন নিরুপায় হয়ে নীলফামারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। যার মামলা নং- ৬৮/২২ ।
এ মামলায় আসামী পক্ষ   আদালতে   একটি  মুসলেকা  দিয়ে ছাড় পায়  ।  পরবর্তীতে আদালতে থাকা মুসলেকা কে উপেক্ষা করে পূর্বের ন্যায়  সময়ে অসময়ে বিভিন্ন রকম  হুমকি অব্যহত রাখে তারা । ফলে  জামাল উদ্দিন ও তার   পরিবার  পড়েছে চরম বিপাকে ।
মোঃ আবু তাহের
নীলফামারী
০১৭১৭৬৭০৭১৫
তারিখঃ ২৪/১০/২২